রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী অবসরপ্রাপ্ত এসপি নুরুল ইসলামের মৃত্যুতে আইজিপির শোক 

আপডেট : ০৮ জুন ২০২৩, ২১:১৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার সাক্ষী অবসরপ্রাপ্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বুধবার (৭ জুন) এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন তিনি। 

ওই শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান আইজিপি।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বর বাসভবনের সামনে গুলিবিদ্ধ নুরুল ইসলাম খান। 

ইত্তেফাক/এএএম