বরিশাল নগরীর বান্দরোডস্থ বঙ্গবন্ধু কলোনিতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ৪ টি বসতঘর পুরোপুরি এবং ৪ টি বসতঘর আংশিক পুড়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছে ৩ জন। আহতদের উদ্ধার করে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার (৯ জুন) দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু কলোনির মো. কালাম হাওলাদারের বসতঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা তাৎক্ষনিক আগুন নেভানোর চেষ্টা করলেও মুহুর্তের মধ্যে তা আশপাশের বসতঘর গুলোতে ছড়িয়ে পরে। খবর পেয়ে বরিশাল সদর ও নৌ ফায়ার স্টেশনের সদস্যরা এসে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধঘন্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়, তবে এর আগেই মোঃ কালাম হাওলাদারের পাশে মলি বেগম, নয়ন ফকিরসহ ৪ জনের বসতঘর পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আরও ৪ টি বসতঘর আংশিক পুড়ে যায়।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মো. বেল্লাল উদ্দিন জানান, খবর পেয়ে সদর নৌ ফায়ার স্টেশনের পাশাপাশি আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশনের ৮ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নেভানোর আগেই ৪ টি বসতঘর পুরোপুরি এবং ৪ টি বসতঘর আংশিক পুড়ে যায়। তবে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসায় আগুন অল্প সময়েই নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। এতে ৩ জন আহত হয়েছে।
আহতদের দ্রুত উদ্ধার করে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর বেশ কয়েকজনের গায়ে আগুনের তাপ লাগায় অসুস্থ হওয়ার কারণে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এদিকে আগুন লাগার কারণ তদন্ত না করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি।