রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান মারা গেছেন

আপডেট : ০৯ জুন ২০২৩, ১৫:৩১

ভোলার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধের ভোলা জেলার কমান্ডার  সাবেক এমপি সিদ্দিকুর রহমান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর৷

বার্ধক্যজনিত কারণে শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকায় তার নিজ বসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান তার পুত্রবধূ মনিহার আকতার ও সাবেক উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার নাজিম উদ্দিন মাতাব্বর।

১৯৪৪ সালের ১৪ ডিসেম্বর বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বড়পাতা গ্রামে জন্মগ্রহণ করেন৷

১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হলে সিদ্দিকুর রহমান তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ৬ মে ১৯৭১ সালে পাক বাহিনী ভোলার ওয়াপদাকে মূল ক্যাম্প করে। সেখানে হত্যাসহ ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছিল পাকবাহিনী। সেনাবাহিনীতে কর্মরত সিদ্দিকুর পটুয়াখালী, খুলনা ও বরিশালে যুদ্ধ করেন। পরবর্তীতে ৯নম্বর সেক্টর কমান্ডার মেজর জলিল তাকে সেখানে যুদ্ধ পরিচালনার জন্য পাঠান। এ অঞ্চল দেউলার যুদ্ধে হাই কমান্ড ছিদ্দিকের নেতৃত্বে মুক্তিবাহিনী দখদার মুক্ত করে। ওই যুদ্ধে ৬৪ পাক হানাদার নিহত হন। ১০ ডিসেম্বর ১৯৭১ সালে ভোলা মুক্ত হয়।

তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন বাকেরগঞ্জ-৪ (বরিশাল-৪) এবং ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 

ইত্তেফাক/আরএজে