‘আসছে ঈদে ক্যাসিনো মুক্তি পাচ্ছে। সিনেমা যে সময়ই মুক্তি পাক না কেন সেখানে চ্যালেঞ্জ থাকেই। যদিও ঈদে মুক্তি পেলে চ্যালেঞ্জটা একটু বেশিই নিতে হয়। তবে আমি বরাবরই চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। সেই জায়গা থেকে বলবো আমি তৈরি।’ আসছে ঈদে নিজের নতুন সিনেমা ক্যাসিনো মুক্তি প্রসঙ্গে কথাগুলো বলেন চিত্রনায়ক নিরব হোসেন।
নির্মাতা সৈকত নাসির নির্মিত এই সিনেমাটিতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সিনেমাটির মুক্তি উপলক্ষে এরইমধ্যে প্রচারণা শুরু করেছেন সংশ্লিষ্টরা। গতকাল রাতে প্রকাশ করা হয়েছে সিনেমাটির টিজার। যেখানে নিরব-বুবলী-তাসকিনদের উপস্থিতি বেশ নজর কেড়েছে দর্শকদের।
এছাড়া সিনেমাটির পোস্টারেরও নিরবের লুকও প্রশংসা কুড়িয়েছে তার ভক্তদের। তবে গত ঈদে ৮টি চলচ্চিত্র মুক্তি পেলেও কোনো সিনেমাই সেভাবে সাড়া ফেলতে পারেনি। যদিও অনেকে একসঙ্গে এতগুলো সিনেমা মুক্তিকেই এর জন্য দায়ী করেছে।
শোনা যাচ্ছে, আসছে ঈদেও বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাবে। এমন অবস্থায় নিজের সিনেমা কতটা দর্শক টানতে পারবে? এমন প্রশ্নে নিরব বলেন, ‘ক্যাসিনো অ্যাকশন ঘরানার সিনেমা। এখনকার দর্শক এ ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন। সৈকত নাসিরের পরিচালনায় শবনম বুবলীর সঙ্গে এতে কাজ করেছি। সিনেমাটির বাজেট ও নির্মাণের যে মান, সেদিক থেকে এটি ঈদের জন্য উপযুক্ত। আমার বিশ্বাস ঈদে সিনেমাপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করবে ক্যাসিনো।’
এদিকে এই সিনেমাটি ছাড়াও আসছে ১৬ জুন মুক্তি পাচ্ছে নিরবের ‘ফিরে দেখা’ সিনেমাটি। অভিনেত্রী রোজিনা নির্মিত সরকারি অনুদানের এই সিনেমাটি ঘিরে বেশ আশাবাদী নিরব।
তিনি বলেন, ‘এই প্রথম কোনো চলচ্চিত্রে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করলাম। এটি আমার আবেগের চরিত্র। ১৯৭১ সালে একজন যুবকের জীবনযাপন কেমন ছিল, সেটা নিয়ে স্টাডি করেছি অনেক। আমি চেষ্টা করেছি নিজের সবটুকু দিয়ে পর্দায় আমিন হয়ে উঠতে। কতটা পারলাম সেই রায় দেবেন দর্শকরা। আশা করি, তারা নিরাশ হবেন না।’
এর বাইরেরও বেশ কয়েকটি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন নিরব। পাশাপাশি মুক্তির মিছিলে রয়েছে তার প্রায় এক ডজন সিনেমা।