শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ব্যালন ডি’অর কবে দেওয়া হবে জানাল ফ্রান্স ফুটবল

আপডেট : ০৯ জুন ২০২৩, ১৯:২৬

ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। ২০২২-২৩ মৌসুমের ব্যালন ডি’অর পুরস্কার প্রদানের তারিখ চূড়ান্ত করেছে আয়োজক ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’। শুক্রবার (৯ জুন) ‘ফ্রান্স ফুটবল’ জানায়, আগামী ৩০ অক্টোবর প্যারিসে আয়োজিত হবে ব্যালন ডি’অরের অনুষ্ঠান। 

তার আগে ৬ সেপ্টেম্বর পুরস্কারটির জন্য মনোনীত ফুটবলারদের নাম প্রকাশ করবে তারা। যেখানে পুরুষ বিভাগে বর্ষসেরা নির্বাচনের জন্য ৩০ জন ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। যাদের মধ্যে একজনের হাতে উঠবে ২০২৩ সালের ব্যালন ডি’অর।

২০২২ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন ফ্রান্সের করিম বেনজেমা। তবে এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নেই তিনি। এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তবে মেসিকে টেক্কা দিতে পারেন আর্লিং হালান্ড। প্রিমিয়ার লিগে অবিশ্বাস্য পারফর্ম করে ব্যালন ডি’অর জয়ের যোগ্য দাবিদার তিনিও।     

 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন