চলতি মাসে ভারতের বেঙ্গালুরুতে বসতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। গতকাল শুক্রবার (৯ জুন) আসন্ন এ টুর্নামেন্টের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাফুফে। আর ঘোষিত এ দলে জায়গা হয়নি চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে স্থানীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা এলিটা কিংসলে। আলোচিত এ ফরোয়ার্ডকে বাদ দিয়ে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
এর আগে গত ১৩ মে ৩৫ জনের দল ঘোষণা করেছিল বাফুফে। এরপর গেল শনিবার ৫ জনকে বাদ দিয়ে তা আরও ছোট করা হয়। তাদের বাদ দেওয়ায় ৩০ জনের দল নিয়ে শুরু হয়েছিল নতুন ক্যাম্প। এবার তাদের মধ্যেও ৭ জনকে বাদ দিয়ে কাবরেরা ২৩ জনকে বেছে নেয়।
গতকাল দুপুরে বাফুফে ভবনে ঘোষণা করা হয় সাফের চূড়ান্ত দল। কিংসলে ছাড়াও এই স্কোয়াডে জায়গা হয়নি রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, মাশুক মিয়া জনি, শাহরিয়ার ইমন, সাজ্জাদ হোসেন ও মেহেদী হাসান শ্রাবণের। তবে কেনো এই সাত জন স্কোয়াডে জায়গা পায়নি এ সম্পর্কে কিছু বলতে রাজি হননি বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ কাবরেরা।
চূড়ান্ত দল ঘোষণার পর এই স্প্যানিশ কোচ বলেন, ‘যারা নেই তারাও প্রস্তুতি ভালো করেছে, কিন্তু কারো চোট হয়েছে বলে বাদ পড়েছে। এই পরিস্থিতি আমাদের সামাল দিতে হয়েছে। যারা জায়গা পায়নি, তারাও কঠোর পরিশ্রম করেছে, কিন্তু আমরা বিশ্বাস করি, যোগ্যদের নিয়ে আমরা দল গুছিয়েছি।’
এসময় তিনি বাদ পড়াদের নিয়ে বলেন, ‘সাজ্জাদ, এলিটা কিংসলে নেই...একই কারণ, আবারও বলছি কঠিন প্রতিযোগিতা, এটা পরিসংখ্যানের বিষয় নয়। যাদের ক্যাপাসিটি, কোয়ালিটি আছে, তাদেরকে বেছে নিয়েছি। আমি বিশ্বাস করি, সুমন পারবে, যাদের বেছে নিয়েছি, দলের প্রয়োজন মেটাতে পারে।’
আগামী ২১ জুন বেঙ্গালুরুতে শুরু হবে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। প্রতিপক্ষ লেবানন, মালদ্বীপ ও ভুটান। ‘এ’ গ্রুপের দলগুলো হচ্ছে ভারত, কুয়েত, পাকিস্তান ও নেপাল। টুর্নামেন্টে প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের প্রতিপক্ষ লেবাননের সঙ্গে। ২২ জুন এশিয়ার অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে মাঠে নামবে লাল সবুজ জার্সিধারীরা। এছাড়া ২৫ জুন মালদ্বীপ ও ২৮ জুন ভুটানের বিপক্ষে খেলবেন জামাল ভূঁইয়ারা।
বাংলাদেশের ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড :
গোলরক্ষক : আনিসুর রহমান, মিতুল মারমা, শহিদুল আলম ।
ডিফেন্ডার : কাজী তারিক রায়হান, মেহেদী হাসান, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, ঈশা ফয়সাল, রহমত মিয়া, আলমগীর মোল্লা।
মিডফিল্ডার : সোহেল রানা, মজিবুর রহমান জনি, সোহেল রানা, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়, শেখ মোরছালিন।
ফরোয়ার্ড : রাকিব হোসেন, সুমন রেজা, ফয়সাল আহমেদ , মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম, আমিনুর রহমান।