নওগাঁর আত্রাইয়ে ভ্যানকে সাইড দিতে গিয়ে একটি পেঁয়াজবাহী ভটভটি উল্টে ভটভটির চালক মাহাবুবুর রহমান (১৮) নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পেঁয়াজ ব্যবসায়ী আহত হয়েছেন। আহতদের মধ্যে রহিদুল নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শনিবার (১০ জুন) সকাল ৯টার দিকে উপজেলার নওগাঁ-নাটোর সড়কের বিহারীপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ভটভটি চালক মাহাবুবুর রহমান আত্রাই উপজেলার সোনাডাঙ্গা গ্রামের রুস্তম আলীর ছেলে।
দুর্ঘটনায় আহতরা হলেন- উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের সখিমুদ্দিনের ছেলে রহিদুল (৪৫), সদুপুর গ্রামের মৃত আদেশ আলীর ছেলে মোফাজ্জল (৫০) এবং দিঘা গ্রামের এমদাদুল হকের ছেলে রাসেল (২০)।
স্থানীয়রা জানান, নাটোরের নলডাঙ্গা হাট থেকে ভটভটি যোগে ব্যবসায়ীসহ পেঁয়াজ নিয়ে আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী হাটে যাচ্ছিলেন মাহবুবুর । এসময় উপজেলার নওগাঁ-নাটোর সড়কের বিহারীপুর নামক স্থানে চার মাথার মোড়ে দুই দিক থেকে আসা ভ্যানকে সাইড দিতে গিয়ে অতিরিক্ত বাঁক হওয়ায় ভটভটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে গাড়ির চাপায় চালক মাহাবুব রহমান নিহত হন। ভটভটির উপরে থাকা ব্যবসায়ীরা ভটভটি থেকে ছিটকে পড়ে যান । স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন।
এ বিষয়ে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার বুসরা জানান, মাহাবুবকে মৃত অবস্থায় পেয়েছি। আহত তিনজনের মধ্যে রাসেল ও মোফাজ্জল চিকিৎসাধীন রয়েছেন। রহিদুলের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।