রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মনোনয়ন পেলেন না সিদ্দিক, মন খারাপ করে গেলেন বিদেশ

আপডেট : ১০ জুন ২০২৩, ১৮:৩৫

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদন করেছিলেন ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রাহমান। কিন্তু দলের সর্বসম্মতিক্রমে মনোনয়ন দেওয়া হয় কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাতকে। এ জন্য মন খারাপ সিদ্দিকের। তাই মন ভালো করার জন্য গেলেন বিদেশ।

এক ভিডিও বার্তায় সিদ্দিক বলেন, ‘আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা-১৭ আসনের জন্য সিলেকশন করেনি। সেই কারণে একটু মন খারাপ। মানুষের মন খারাপ হলে কী করে? বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। তাই আমিও ঘুরতে দুবাই এসেছি এবং কেনাকাটা করছি। অনেকেরই মন খারাপ হলে ঘুরে বেড়ালে বা কেনাকাটা করলে মন ভালো হয়। আমারও তাই।’

দলীয় মনোনয়ন না পেলেও নৌকার পক্ষেই কাজ করবেন বলেও ভিডিও বার্তায় জানান সিদ্দিক। এমন কি মনোনয়ন প্রত্যাশী বাকি সদস্যদেরও এ সময় নৌকার স্বার্থে কাজ করার আহ্বান জানান এই অভিনেতা।

সিদ্দিক ভিডিও বার্তায় বলেন, ‘ঢাকা-১৭ আসন থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আমি সত্যিকার অর্থে ওই মানুষটির পক্ষে কাজ করব, নৌকার হয়ে কাজ করব। কারণ আমি নৌকার বাইরের মানুষ নই। আমি ছাড়াও যে ২১ জন নৌকার মাঝি হতে নমিনেশন পেপার তুলেছিলেন, তাদের মধ্যে আমার বাবা সমতুল্য মানুষও ছিলেন, তাদের সবাইকে আমি একটা কথা বলতে চাই, দিনশেষে কিন্তু আমরা প্রধানমন্ত্রীর সৈনিক হয়ে বাঁচতে চাই। সেজন্য আমি বলতে চাই, আসুন আমরা সবাই মিলে উন্নয়নের মার্কা নৌকার পেছনে থাকি। নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার তাই করি।’

ভিডিও বার্তাটি নিজের ফেসবুকেও শেয়ার করেন সিদ্দিক। সেই ভিডিওর ক্যাপশনে লিখেন, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, দিন শেষে আমরা নৌকার মানুষ এটা ভুলে গেলে চলবে না। আসুন সবাই মিলে ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে উন্নয়নের মার্কার পক্ষে কাজ করি এবং প্রধানমন্ত্রীর স্বপ্নকে পূরণ করি। আমি সবসময়ই উন্নয়নের মার্কা জয়ের পথে কাজ করতে চাই, কারণ আমি নিজেকে গুনটানা আওয়ামী লীগ বলে দাবি করি। তাই আমার মতো আরও ২০ জনকে বলবো- দিন শেষে আমরা একই পরিবারের সদস্য এটা ভুলে গেলে চলবে না।’

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন