বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

খুলনায় বিজিবি মোতায়েন

আপডেট : ১০ জুন ২০২৩, ১৬:৫৯

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন উপলক্ষ্যে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার (১০ জুন) দুপুর থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টহল শুরু করেছে বিজিবি সদস্যরা। এদিকে বিজিবি, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে পুরো খুলনা মহানগরী।

খুলনা বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, কেসিসি নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিটি ইউনিটে ২০ জন করে মোট ২২০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। লে. কর্নেল তানভীর রহমান জানান, তিনিসহ বিজিবি সদস্যদের সঙ্গে ৪-৫ জন অফিসার দায়িত্বে রয়েছেন।

খুলনার জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইয়াসির আরেফীন জানান, নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা চারদিন দায়িত্ব পালন করবেন।

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, এবারের নির্বাচনে ভোট কেন্দ্রসহ নগরীর সার্বিক নিরাপত্তায় বিজিবি, পুলিশ, আনসার, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর মোট প্রায় সাড়ে সাত হাজার সদস্য দায়িত্ব পালন করবেন।

ইত্তেফাক/পিও