ইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তির আনুষ্ঠানিকতা বিষয়ে কোনো আপডেট নেই। মানে এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি হয়নি। চুক্তির কিছু কিছু বিষয় এখনো চূড়ান্ত হয়নি বলে যে দাবি করেছেন মেসি, সেসব আনুষ্ঠানিকতা সারা হয়েছে কি না, তাও জানা যায়নি। তবে মেসির চমকপ্রদ এই দলবদল নিয়ে আলোচনা থেমে নেই।
হাজারো সেই আলোচনার মধ্যে দুই জনের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ। সেই দুই জনই মেসির খুব ভালো বন্ধু এবং সাবেক সতীর্থ। সেই দুই জনের একজন সার্জিও আগুয়েরো, অন্যজন জাভি হার্নান্দেজ। এই দুই জনের সঙ্গে মেসির সম্পর্ক কতটা মধুর মেসিভক্তরাই ভালো করে জানেন। তার পরও বলছি, আগুয়েরো মেসির খুব ঘনিষ্ঠ বন্ধু এবং আর্জেটিনার জাতীয় দলের সাবেক সতীর্থ। বর্তমানে ক্লাব বার্সেলোনার কোচের দায়িত্ব পালন করে চলা জাভি ক্লাব বার্সেলোনায় মেসির দীর্ঘ সময়ের সতীর্থ। দুই জনের মধ্যে রয়েছে ঘনিষ্ঠ বন্ধুত্বও।
এই দুই প্রিয় মানুষই মেসির দলবদলটাকে খুব ভালোভাবে দেখছেন বলে মনে হয় না। স্বদেশি বন্ধু আগুয়েরো তো মেসির নতুন ক্লাব ইন্টার মায়ামির পয়েন্ট তালিকার অবস্থান নিয়ে টিপ্পনীই কেটেছেন! আর হতাশ জাভি ‘চাপ’ সূত্র আবিষ্কার করে বলেছেন, মেসি হয়তো চাপ নিতে চায়নি বলেই বার্সেলোনায় ফিরেননি!
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের পয়েন্ট তালিকায় মেসির নতুন ক্লাব ইন্টার মায়ামির অবস্থান ১৫ নম্বরে। ইন্টার মায়ামির পয়েন্ট তালিকার এই অবস্থান নিয়েই টিপ্পনী কেটেছেন আগুয়েরো এবং টিপ্পনীটা তিনি কেটেছেন সরাসরি মেসির সঙ্গেই ভিডিও কলে কথা বলার সময়! আগুয়েরো আসলে মজা করেই টিপ্পনী কেটেছেন বন্ধু মেসির সঙ্গে। মেসিও উত্তর দিয়েছেন মজার সুরেই। আগুয়েরো ইএসপিএসন আর্জেন্টাইনকে বলেছেন, ‘আমি মেসির সঙ্গে কথা বলেছি। তাকে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার স্ক্রিনশট পাঠিয়েছি এবং বলেছি, তোমার দলের অবস্থা তো খুব খারাপ, অনেক পিছিয়ে। তোমাদের কিন্তু ৮-৯ নম্বরে উঠে আসতে হবে। আমার কথা শুনে সে বলেছে, ‘আমরা প্লে-অফে খেলব।’’
ওদিকে জাভি মেসির সিদ্ধান্তটা মেনে নিয়েছেন। কিন্তু মেসির সিদ্ধান্তে তিনি যে হতাশ, সেটি তার কথাতেই স্পষ্ট। জাভি খুব করে চেয়েছিলেন মেসিকে আবার বার্সেলোনায় ফেরাতে। কোচ হিসেবে জাভি সব সময় মেসির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। এমনকি মেসিকে তিনি বার্সেলোনার ভবিষ্যৎ পরিকল্পনাতেও রেখেছিলেন। আর সে কথা মেসিকেও জানিয়ে ছিলেন তিনি। তার আশা ছিল, মেসি হয়তো বার্সায় ফিরবেন। কিন্তু তার সেই আশার প্রাসাদ চুরমার করে মেসি ঘোষণা দিয়েছেন ইন্টার মায়ামিতে যাওয়ার। কেন বার্সেলোনায় যাননি, মেসি তার ব্যাখ্যাও দিয়েছেন। কিন্তু মেসি যে কারণ উল্লেখ করেছেন, জাভি বলছেন তার উলটো কারণের কথা। জাভির বোঝাতে চেয়েছেন, বার্সেলোনার মতো বিশ্বসেরা ক্লাবে খেলতে যে চাপ নিতে হয়, মেসি সেই চাপ হয়তো নিতে চাননি, ‘পিএসজিতে দুই বছর মোটেও ভালো সময় কাটাতে পারেননি মেসি। খুব সম্ভবত সে এখন আর চাপ নিতে চাচ্ছেন না, তাই বার্সেলোনায় ফেরেনি।’