নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোলায়মান মিয়া (৫৮) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ জুন) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সোলায়মান মিয়া কাঞ্চন পৌরসভার কালাদি বড়বাড়ী এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, সোলায়মান মিয়া কাঞ্চন বাজারে ছিলেন। এ সময় তাকে ফোনে কে বা কারা ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, রাত আটটার দিকে কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে জমি ব্যবসায়ী সোলায়মান মিয়াঁকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।