শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পাঁচ আর্জেন্টাইনের দ্বিমুখী লড়াই

সেই কীর্তির লড়াইয়ে মার্টিনেজ ও আলভারেজ

আপডেট : ১০ জুন ২০২৩, ২০:২৬

অপেক্ষার অবসান ঘটিয়ে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। তুরস্কের ইস্তান্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে আজ শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও ইতালিয়ান ইন্টার মিলান। দুই দেশের দুই ক্লাবের দলীয় লড়াইয়ের ভেতর থাকছে তৃতীয় দেশ আর্জেন্টাইনদের অন্যরকম এক লড়াই। দুই ক্লাব মিলিয়ে পাঁচ জন আর্জেন্টাইন থাকছেন আজকের ফাইনালে। এর মধ্যে তিন জন খেলেন ইন্টার মিলানে। তারা হলেন লাওতারো মার্টিনেজ, জোয়াকিম কোরেয়া ও ভ্যালেন্টিন কারবোনি। ম্যান সিটিতে আছেন জুলিয়ান আলভারেজ ও ম্যাক্সিমো পেরোনে। মানে পাঁচ আর্জেন্টাইন মুখোমুখি হচ্ছেন দ্বিমুখী লড়াইয়ে।

পাঁচ আর্জেন্টাইনের সেই লড়াইয়ের ভেতর আবার অন্য রকম একটা লড়াইও থাকছে। সেই লড়াইটা শুধু লাওতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেজের মধ্যে। দুই জনের লড়াইটা অনন্য এক কীর্তি গড়ার। আজকের ফাইনালে যে জিতবেন, সেই গড়বেন ইতিহাসের ১২তম খেলোয়াড় হিসেবে একই মৌসুমে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি।

দুই ক্লাব মিলিয়ে যে পাঁচ জন আর্জেন্টাইন খেলোয়াড় আছেন, তার মধ্যে কেবল লাওতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজই দেশের হয়ে ২০২২ কাতার বিশ্বকাপ জিতেছেন। লাওতারোর ক্লাব সতীর্থ জোয়াকিম কোরেয়াও ২০২২ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ঘোষিত ২৬ সদস্যের বিশ্বকাপ দলে ছিলেন। কিন্তু দুর্ভাগ্য তার, চোটের কারণে টুর্নামেন্ট শুরুর ঠিক পাঁচ দিন আগে দল থেকে ছিটকে পড়েন তিনি। তার পরিবর্তে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে যান থিয়াগো আলমাদা। চোটে না পড়লে আজ মার্টিনেজ-আলভারেজের সঙ্গে কোরেয়াও থাকতে পারতেন অনন্য ঐ কীর্তি গড়ার লড়াইয়ে।

ইতিহাসে এ পর্যন্ত মাত্র ১১ জন ফুটবলার একই মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়েছেন। তার মধ্যে আট জনই জার্মানির, দুই জন ফ্রান্সের, এক জন ব্রাজিলের। জার্মানির আট জন হলেন—সেপ মেয়ার, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, হানস-গিয়োর্গ শোয়ারজেনবেক, উলি হোয়েনেস, ইয়ুপ কাপেলমান, জার্ড মুলার ও স্যামি খেদিরা। ফ্রান্সের দুই জন হলেন ক্রিস্টিয়ান কারেম্বু ও রাফায়েল ভারানে। ব্রাজিলের একমাত্র খেলোয়াড় হিসেবে এই কীর্তির অংশীদার হলেন কিংবদন্তি রবার্তো কার্লোস।

আজকের ফাইনালে লাওতারো মার্টিনেজ ও আলভারেজের মধ্যে যার দল জিতবে, সে-ই ইতিহাসের দ্বাদশ খেলোয়াড় হিসেবে ঐ কীর্তির মালিক বনে যাবেন।

 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন