বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ভিনিসিয়ুসকে স্মরণ করলেন পপ তারকা

আপডেট : ১১ জুন ২০২৩, ১৬:৫৩

সম্প্রতি বর্ণবাদের শিকার হয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। এই ঘটনায় তার পক্ষে ক্লাব রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল কড়া প্রতিবাদ জানিয়েছিল। এবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এই ব্রাজিলিয়ানকে স্মরণ করলেন পপ তারকা আনিত্তা।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে পারফর্ম করেন ব্রাজিলিয়ান পপ তারকা আনিত্তা।

শনিবার (১০ জুন) ইন্টার মিলানকে হারিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। ফাইনাল ম্যাচটি শুরুর আগে ইস্তাম্বুল আতাতুর্ক স্টেডিয়ামে ছিল সাংস্কৃতিক আয়োজন। সেখানে বেশ কয়েকজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী গান পরিবেশন করেন। তার মধ্যে ছিলেন ব্রাজিলিয়ান পপ তারকা আনিত্তা। সেই অনুষ্ঠানে গান পরিবেশনের সময় পিঠে ‘ভিনিসিয়ুস জুনিয়র’ লেখা একটি জামা পরেন এই পপ তারকা।

এই ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছেন ভিনিসিয়ুস। তার পক্ষে আনিত্তা অবস্থান নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। আনিত্তার দুটি ছবি প্রকাশ করে টুইটারে ভিনিসিয়ুস লেখেন, ‘তোমাকে ভালোবাসি, আনিত্তা।’ এর আগে আনিত্তা ও ভিনিসিয়ুসকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেই সময় আনিত্তা ভিনিসিয়ুসকে ‘বেস্ট ফ্রেন্ড’ বলে উল্লেখ করেন।  

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন