শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

সিটির পক্ষে বাজি ধরেও ১০ লাখ টাকা খুইয়েছেন আগুয়েরো

আপডেট : ১২ জুন ২০২৩, ১৯:৩৪

হৃদরোগে আক্রান্ত হওয়ায় অকালে ফুটবল থেকে অবসর নেন ম্যানচেস্টার সিটির সাবেক তারকা ফুটবলার সার্জিও আগুয়েরো। শনিবার (১০ জুন) ইস্তাম্বুলে ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে ম্যানচেস্টার সিটি। এই দিন মাঠে বসে প্রিয় ক্লাবের শিরোপা উদযাপন দেখেছেন আগুয়েরো। 

এই দিন সিটির পক্ষে বাজি ধরেছিলেন এই আর্জেন্টাইন ফুটবলার। কিন্তু তারপরও ১০ লাখ টাকা হেরেছেন আগুয়েরো। প্রশ্ন হচ্ছে, সিটি চ্যাম্পিয়ন হওয়ার পরও কীভাবে হেরে গেলেন আগুয়েরো? মূলত বাজির শর্তের কারণেই হেরেছেন এই তারকা ফুটবলার। জুয়ার ওয়েবসাইট ‘স্টেক’-এ সিটির পক্ষে ১০ হাজার ডলার বা ১০ লাখ ৮৪ হাজার টাকা বাজি ধরেছিলেন। কিন্তু তার বাজিটা ছিল, চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানকে কমপক্ষে ২ বা ৩ গোলের ব্যবধানে হারাবে সিটি।

কিন্তু চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানকে ১-০ গোলে হারায় পেপ গার্দিওলার শীষ্যরা। আর তাই সিটি চ্যাম্পিয়নস লিগ জিতলেও ১০ লাখ ৮৪ হাজার টাকা খুইয়েছেন আগুয়েরো। ম্যান সিটি  কমপক্ষে ২টি গোল করলেই ৯ হাজার ৭০০ ডলার বা ১০ লাখ ৫১ হাজার টাকা জিততেন সাবেক ম্যান সিটি তারকা।         

ইত্তেফাক/জেডএইচ