শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

আপডেট : ১৪ জুন ২০২৩, ১৪:২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ সোনিয়া আক্তার (৩০) মারা গেছেন। এই নিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে।

বুধবার (১৪ জুন) সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান সোনিয়া।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো তরিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন আমাদের এখানে চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে সোনিয়া আক্তার নামে আরও একজন আজ আইসিইউতে মারা গেছেন। তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় দগ্ধ আরও দুই জন চিকিৎসাধীন আছেন।

গত শুক্রবার (৯ জুন) সকালে ফতুল্লায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৫ জন দগ্ধ হন। দগ্ধরা হলেন- মো. সালাম মন্ডল (৫৫), বুলবুলি বেগম (৪০), সোনিয়া আক্তার (২৭), টুটুল (২৫), মেহেজাবিন (৭)। 

 

ইত্তেফাক/আর