বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

তিনবার শুটিং পেছাতে হয়েছিল: শবনম ফারিয়া

আপডেট : ১৫ জুন ২০২৩, ২০:২৪

চলতি প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বেশ কিছুদিন হলো পর্দায় ছিলেন না। সম্প্রতি দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’র ‘আন্তঃনগর’ ওয়েব ফিল্মের মাধ্যমে তিনি হাজির হয়েছেন পর্দায়। গৌতম কৈরীর গল্প ও পরিচালনায় নির্মিত এ ওয়েব ফিল্মে প্রশংসিত হয়েছে ফারিয়ার অভিনয়।

এ কাজে যুক্ত হওয়া প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘গৌতম কৈরী দাদার সাথে আমি নাটকে কাজ করেছিলাম। আগেই তিনি এ কাজটির কথা বলেছিলেন। আমি ব্যক্তিগত কারণে সময় দিতে পারিনি। তিনবার শুটিং পেছাতে হয়েছিল।’ 

‘আন্তঃনগর’ ওয়েব ফিল্মে শবনম ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন শ্যামল মওলা, রুনা খান, সোহেল মন্ডল, আশীষ খন্দকার, নিদ্রা নেহা, জয়রাজ প্রমুখ।

শবনম ফারিয়া

শবনম ফারিয়াকে দর্শকপ্রিয় বেশ কিছু নাটকে অভিনয় করতে দেখা গেছে। সম্প্রতি তার কাজের সংখ্যা কমে গেছে। ব্যক্তিগত কারণে কাজ কমিয়ে দিয়েছেন বলে জানান তিনি।

এ সময়ের নাটকের মান প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘আমার কাছে মাঝে কিছু  স্ক্রিপ্ট এসেছিল। সেসব নাটকের নামই পছন্দ হয়নি। নাটক ড্রয়িংরুম এন্টারটেইনমেন্ট। যেটি আমরা মা, বাবা, ভাই, বোন নিয়ে দেখব। কিন্তু ইদানিং কিছু কাজ দেখে তা মনে হয় না। আমার মনে হয় স্ক্রিপ্ট নিয়ে কাজের সময় এসেছে। আমি চাইলেই কিন্তু মোবাইলে বিভিন্ন দেশের কনটেন্ট দেখতে পারি। তাই এ জায়গায় জোর দেওয়া প্রয়োজন।’

শবনম ফারিয়া

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের আলোচিত উপন্যাস ‘দেবী’ অবলম্বনে অনম বিশ্বাস নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য সিনেমা। সে সিনেমায় অভিনয় করেছেন শবনম ফারিয়া। এরপর কেন তাকে আর বড়পর্দায় দেখা যায়নি সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রথম সিনেমা করার পর যে প্রশংসা পেয়েছি সে জন্যই বোধহয় আর সিনেমা করা হয়নি। কারণ, একটি ভালো কাজ করার পর তার নিচে তো নামা সম্ভব নয়। এরপর আমার কাছে যেসব কাজের প্রস্তাব এসেছে সেগুলো মনে হয়েছে সেই মানের নয়। মাঝে কয়েকটি কাজ করার কথা ছিল। কিন্তু নানা কারণে করা সম্ভব হয়নি।’ 

সবশেষে শবনম ফারিয়া জানান,  ওটিটির বিভিন্ন কাজের আলাপ হচ্ছে। তবে এখনও কিছু নিশ্চিত হয়নি।

ইত্তেফাক/বিএএফ