মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

বিনোদিনী বেশে সামনে এলেন মধুমিতা

আপডেট : ১৮ জুন ২০২৩, ১৩:০০

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার ভক্তদের প্রায়ই নিজের খোলামেলা উপস্থাপনে ভক্তদের চমকে দেন। সম্প্রতি সাদা শাড়িতে বিনোদিনী বেশে সামনে এলেন মধুমিতা। গলায় কণ্ঠী, হাতে সূতো দিয়ে বাঁধা রুদ্রাক্ষ। এতেই টলিউড সুন্দরীকে দেখে মুগ্ধ নেটিজেনরা। 

শনিবার (১৭ জুন) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী । যেখানে তাকে দেখা গেছে একটা সাদা শাড়িতে। 

 ইনস্টাগ্রামের ছবিতে কখনো খোলা চুলে বিমর্ষ হয়ে বসে আছেন, আবার কখনো অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছেন। ‘ভুলিতে নাহি পারি’- ক্যাপশন দিয়ে তিনটি ছবি আপলোড করেছেন মধুমিতা। 

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’ সিনেমার পর্দায় তুলে ধরেছিলেন ঋতুপর্ণ ঘোষ। তার ছবিতে বিনোদিনী হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেই স্মৃতিই যেন ফেরালেন মধুমিতা।

প্রসঙ্গত, চলতি বছরে ‘দিলখুশ’ সিনেমায় দেখা গেছে মধুমিতাকে। ‘হইচই’ ওয়েব প্ল্যাটফর্মের ‘জাতিস্মর’ ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। এরপর ‘চিনি ২’ সিনেমার শুটিং সেরেছেন অভিনেত্রী।

 

ইত্তেফাক/পিএস