শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ভান্ডারিয়া পৌর নির্বাচন:  মেয়র পদে ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৯ জন

আপডেট : ১৯ জুন ২০২৩, ১৮:২৭

পিরোজপুরের ভান্ডারিয়া পৌর নির্বাচনে মেয়র পদে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং তিন জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৯ জুন) দুপুর পৌনে ১২টার দিকে পিরোজপুর জেলা নির্বাচন অফিস মিলনয়াতনে এ তথ্য জানিয়েছেন পিরোজপুর জেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মোহম্মদ জিয়াউর রহমান খলিফা।

ভান্ডারিয়া পৌর নির্বাচনে মেয়র পদে চৌদ্দ দলীয় জোটের শরিক দল জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু মনোনীয়ত বাই সাইকেল প্রতীকের প্রার্থী মো. মাহিবুল হোসেন মাহিম, আওয়ামী লীগ প্রার্থী ফাইজুর রসিদ খশরু  ও স্বতন্ত্র  প্রার্থী লায়লা আরঞ্জুমান বানু মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

মনোনয়পত্রে তথ্যে গড়মিল থাকায় ৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

এসময় ভান্ডারিয়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার জাহেদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

তফসিল অনুযায়ী, ১৭ জুলাই পৌর নির্বাচনে অনুষ্ঠিত হবে। এর আগে ২৫ জুন পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে এবং ২৬ জুন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

ইত্তেফাক/আরএজে