শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

একদিনের ব্যবধানে রোহিঙ্গা বাজার থেকে ফের ব্যবসায়ী অপহরণ

আপডেট : ২৩ জুন ২০২৩, ১৩:১০

কক্সবাজারের টেকনাফে একদিনের ব্যবধানে ফের ব্যবসায়ীকে অপহরণের ঘটনা ঘটেছে। এসময় অপহরণকারীরা ১২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে ভীতি সৃষ্টি করে পালিয়ে যায়।

টেকনাফের ২৪ নম্বর লেদা ক্যাম্পের রোহিঙ্গা বাজার থেকে বৃহস্পতিবার (২২ জুন) রাত ৮টার দিকে তাকে অপহরণ করে বলে জানিয়েছেন অহৃতের পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনী।

অপহৃত মোহাম্মদ ইসলাম কালো (৪৫) টেকনাফের হ্নীলা ইউনিয়ন ৮নম্বর ওয়ার্ড পুর্ব লেদা এলাকার কামাল হোসেনের ছেলে।

অপহৃতের ভাই মো. হাসানের বরাতে টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম জানান, টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর ক্যাম্পের রোহিঙ্গা বাজারে তার বড় ভাই কালো সওদাগর মুদির দোকান করেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে দোকানের হিসাব শেষে বাড়ি ফেরার জন্য প্রস্তুত হলে এমন সময় একটি সন্ত্রাসী গ্রুপ ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাকে মারধর করে টেনে হেঁচড়ে পাহাড়ের দিকে নিয়ে যায়।

ওসি জানান, অপহৃত ব্যবসায়ীর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে এ ঘটনায় রাতে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।

তাকে উদ্ধারের অভিযান চলছে বলে উল্লেখ করেন ওসি মো. আব্দুল হালিম।

বুধবার (২১ জুন) টেকনাফের চাকমারকুল ক্যাম্প-২১ সি/১ ব্লকের রিজিম উল্লাহ (২৫), রিয়াজ উদ্দিন (২১) ও মজিবুল্লাহ (২৬)কে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে দালাল চক্রের সদস্যরা আটক রাখেন। আটকের পর তাদের পরিবারের কাছে থেকে মুক্তিপন হিসাবে তিন লাখ টাকা দাবি করছে অপহরণকারীরা।

ইত্তেফাক/আরএজে