নতুন রূপের ৩২ দল নিয়ে ২০২৫ সালে ক্লাব বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে। আর প্রথমবারের বড় পরিসরের এই আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের নাম ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। প্রথমবারের মতো ৩২ দল অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে।
২০২৫ ক্লাব বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে টানা তিন বছর ফুটবলের বড় তিনটি আসর আয়োজনের সুযোগ পেয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৬ ফিফা বিশ্বকাপ ও ২০২৫ ক্লাব বিশ্বকাপের আগে আগামী বছর কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে সেখানে।
২০০০ সাল থেকে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপ বিশ্ব ফুটবলে খুব একটা আকর্ষণ টানতে পারেনি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দীর্ঘদিন ধরেই ইউরোপা, দক্ষিণ আমেরিকা ও বিশ্বের অন্যান্য অঞ্চলের আরও বেশি দলের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করার তাগিদ জানিয়ে আসছিলেন। সম্প্রতি মরক্কোতে শেষ হওয়া ক্লাব বিশ্বকাপে মাত্র সাতটি দল অংশ নিয়েছে।
ইনফান্তিনো বলেন, ‘২০২৫ ক্লাব বিশ্বকাপ পুরুষদের পেশাদার ক্লাব ফুটবলে শীর্ষস্থান দখল করবে বলে আমার বিশ্বাস। আর বর্ধিত পরিসরের এই আসর আয়োজনের জন্য যে পরিমাণ অবকাঠামোগত সুবিধা ও স্থানীয় সমর্থকদের আগ্রহের প্রয়োজন হয় তা এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ছাড়া আর কারোরই নাই।’
এখানে খেলতে আসা দলগুলোর জন্য বাছাই প্রক্রিয়া কি হবে তা নিয়ে বিস্তারিত এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে আসন্ন টুর্নামেন্টে খেলতে পারে এমন ক্লাবগুলোর মধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, চেলসি, ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো ও পালমেরিয়াস, মেক্সিকান ক্লাব লিঁও ও মেজর লিগ সকারের ক্লাব সিটল সাউন্ডার্স। ফিফা জানিয়েছে তারিখ, স্বাগতিক শহর ও ম্যাচ সূচি আগামী কয়েক দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে।