বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিশ্বকাপের মূল পর্বে খেলা নিয়ে শঙ্কা, তার ওপর শাস্তি

আপডেট : ২৬ জুন ২০২৩, ০৯:৩৭

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য চলমান বাছাইপর্ব খেলার ইতিমধ্যে নিশ্চিত হয়ে গিয়েছে সুপার সিক্স। আর সেখানে বেশি একটা সুবিধাজনক অবস্থানে নেই ওয়েস্ট ইন্ডিজ দল। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও গুরুত্বপূর্ণ ম্যাচে গত পরশু স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ৩৫ রানে হেরে ভারতে আসার রাস্তাটা বেশ কঠিনই হয়ে গিয়েছে ক্যারিবিয়ানদের জন্য। এরমধ্যেই তাদের ওপর নেমে আসল আইসিসির জরিমানা। ওয়েস্ট ইন্ডিজ দলকে ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করেছে প্রতিষ্ঠানটি।

শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে এই ম্যাচে আগে ব্যাট করে ২৬৭ রান সংগ্রহ করেছিল স্বাগতিক জিম্বাবুয়ে। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ২৩৩ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। আর এই ম্যাচে স্লো ওভার রেটের কারণে ক্যারিবীয় দলটিকে এই জরিমানার কবলে পড়তে হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ছিল ৩ ওভার।

এ জরিমানার বিষয়ে গতকাল আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বকাপ বাছাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে তিন ওভার পিছিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ।

আইসিসি আচরণবিধির ২.২২ ধারা অনুসারে ওভার প্রতি ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করা হয়েছে তাদের। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ সদস্যের ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা দিতে হবে। আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্টারন্যাশনাল প্যানেলের ম্যাচ রেফারি মুহাম্মদ জাভেদ ওয়েস্ট ইন্ডিজ দলের ওপর জরিমানা আরোপ করেন। ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

ইত্তেফাক/জেডএইচ