বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রেলস্টেশনে ব্যবসায়ীর লাশ, পরিবারের দাবি ‌অপহরণের পর হত্যা

আপডেট : ২৬ জুন ২০২৩, ১৮:১০

খুলনা রেলস্টেশন এলাকা থেকে বনমালী মণ্ডল (৪০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (২৬ জুন) সকাল ৭টার দিকে খুলনা রেলওয়ে থানা পুলিশ (জিআরপি) তার লাশ উদ্ধার করে। 

নিহত বনমালী মণ্ডল কয়রা উপজেলা সদরের ৬ নম্বর কয়রা গ্রামের জোতিন্দ্রনাথ মণ্ডলের ছেলে। তিনি খুলনা মহানগরীর বড় বাজারের কদমতলা এলাকায় কাঁচামালের ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স পদ্মা ভাণ্ডার’ এর আড়তদার ছিলেন। 

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, বনমালী মণ্ডলকে বিষ প্রয়োগে হত্যা করা হয়ে থাকতে পারে।

জানা গেছে, বনমালী মণ্ডল নগরীর বড়বাজারের কদমতলা এলাকার মেসার্স পদ্মা ভান্ডারের মালিক। তিনি রোববার দুপুর ৩টার দিকে নগরীর শেখপাড়ার বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। বিকাল সাড়ে ৪টার দিকে বনমালী মণ্ডল তার দোকানের কর্মচারী হেমন্ত কুমার মণ্ডলকে মোবাইল ফোনে ম্যাসেজ করে জানান, তাকে তিন-চারজন ব্যক্তি চোখ বেঁধে তুলে নিয়েছে। তারা তাকে মেরে ফেলবে। এই ম্যাসেজ পাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে তার আত্মীয়-স্বজনরা রাতে নগরীর সোনাডাঙা থানায় যায়। কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।

সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক জানান, সোমবার রাত ১২টার দিকে নিখোঁজ ব্যাবসায়ীর দোকানের ম্যানেজার থানায় এসেছিলেন। সঙ্গে ঐ ব্যবসায়ীর কোনো আত্মীয়-স্বজন ছিল না। বিষয়টি ভালোভাবে না বলতে পারায় ও সোনাডাঙ্গা থানা এলাকায় না হওয়ায় তাকে আমরা অপেক্ষা করতে বলি। তবে, তাদের অভিযোগটি গুরুত্ব দেওয়া হয়নি এটি ঠিক নয়।

খুলনা জিআরপি থানার ওসি মোল্লা মো. খবির আহম্মেদ বলেন, স্টেশনের ইয়ার্ড থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে তিনি ট্রেনে কাটা পড়ে মারা যাননি। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/পিও