দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক গতি বাড়াতে বিভিন্ন জেলায় সম্মেলন শুরু করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ। এর মধ্যদিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করা সম্ভব হবে বলে মনে করছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।
তারা বলছেন, সংগঠনকে শক্তিশালী করতে পুরোপুরি মনোযোগ দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সারা দেশে একযোগে সংগঠনের মেয়াদোত্তীর্ণ ২২টি সাংগঠনিক জেলা ইউনিটের সম্মেলন শুরু হয়েছে।
গত ২০ জুন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ২২টি জেলা ইউনিটের সম্মেলনের তারিখ ঘোষণা করেন। যার মধ্যে রয়েছে ২০টি জেলা ও দুইটি মহানগর শাখার সম্মেলন।
নির্ধারিত তারিখ অনুযায়ী গত শুক্রবার ঝিনাইদহ, রোববার সিরাজগঞ্জ ও গতকাল সোমবার (১০ জুলাই) মেহেরপুর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার হবে কুষ্টিয়া জেলা সম্মেলন। এছাড়া ১২ জুলাই যশোর, ১৩ জুলাই চুয়াডাঙ্গা, ১৪ জুলাই মাগুরা, ১৫ জুলাই বরগুনা, ১৮ জুলাই নীলফামারী, ১৯ জুলাই লালমনিরহাট, ২০ জুলাই গাইবান্ধা, ২১ জুলাই রাজবাড়ী, ২২ জুলাই ফরিদপুর, ২৩ জুলাই টাঙ্গাইল, ২৪ জুলাই ফেনী, ২৫ জুলাই চট্টগ্রাম, ২৮ জুলাই কক্সবাজার, ২৯ জুলাই নেত্রকোনা, ৩০ জুলাই নরসিংদী এবং ৩১ জুলাই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে।