আগামীকাল প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ঢাকা জেলা জজ আদালত পরিদর্শনে যাচ্ছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকাল ৪টায় ঢাকার জজ আদালতে পৌঁছাবেন।
এ সময় প্রধান বিচারপতিকে স্বাগতম জানাবেন ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া, মহানগর দায়রা জজ মোঃ আছাদুজ্জামান, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম চৌধুরী, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাশফিকুল ইসলাম ও ঢাকার বিচার বিভাগীয় অন্যান্য কর্মকর্তা।
এদিন প্রধান বিচারপতি ঢাকা জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীগণের জন্য নির্মিতব্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর বিকাল সাড়ে ৫টায় ঢাকা জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করবেন। তারপর বিকাল ৬টায় তিনি আদালত ত্যাগ করবেন।
প্রধান বিচারপতির সফরসঙ্গী হিসেবে সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্টার মুন্সী মো. মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্টার মো. সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্টার (বিচার) এসকে, এম তোফায়েল হাসান এবং প্রধান বিচারপতির একান্ত সচিব মো. আরিফুল ইসলাম উপস্থিত থাকবেন।