বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১৯:০৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে সাদিয়া খাতুন (৭) ও পলি খাতুন (৭) নামের দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলা ২টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের আমবাড়ী গ্রামের এই ঘটনা ঘটে।  

নিহত সাদিয়া উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের সমেছ পাড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। আর পলি খাতুন বুরুজ ইউনিয়নের আমতলী গ্রামের পলাশ মিয়ার মেয়ে। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ছেলে-মেয়েদের সঙ্গে খেলার সময় বাড়ির পাশে বালু তোলার পানিভর্তি একটি গর্তে পড়ে যায়। এ সময় অপর সঙ্গীরা বাড়িতে এসে স্বজনদের জানালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করে। 

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

 

 

ইত্তেফাক/এবি/পিও