চলতি বছরের অক্টোবর-নভেম্বর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপ। তবে বিশ্বকাপে এখনো নিশ্চিত নয় টুর্নামেন্টের অন্যতম ফেবারিট পাকিস্তানের অংশগ্রহণ। এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পাকিস্তান বিশ্বকাপ খেলতে না গেলে দর্শকদের প্রতি অবিচার হবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ উল হক।
করাচিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে মিসবাহ বলেন, ‘অন্য যেকোনো খেলায় ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে, তাহলে ক্রিকেটে কেন অংশ নেওয়া যাবেনা! ক্রিকেটকে কেন রাজনীতির সঙ্গে জড়ানো হচ্ছে? দুই দলের খেলা দেখা থেকে ভক্তদের বঞ্চিত করা অন্যায়। ভারত-পাকিস্তানের ক্রিকেট যারা অনুসরণ করে তাদের প্রতি এটি একটি অবিচার।’
ভারতেরও পাকিস্তান সফর করা উচিত বলে মনে করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘আমি ভারতে বহুবার খেলেছি। ভারতীয় সমর্থকদের চাপ, পরিপূর্ণ মাঠের পরিবেশ আমরা উপভোগ করেছি। এটা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। সেইসঙ্গে ভারতের কন্ডিশনের সঙ্গেও সহজে মানিয়ে নিতে সাহায্য করেছিল।’