বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রীয় প্রয়াসের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় প্রয়াস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধানের সহধর্মিণী ও প্রয়াসের পৃষ্ঠপোষক নুরজাহান আহমেদ।
আইএসপিআর জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াসের শিক্ষার্থীদের পরিবেশনায় ‘আকাশ ছোঁয়া স্বপ্ন’ শিরোনামে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছাড়াও প্রয়াস পরিবারের সব সদস্যের অংশগ্রহণে খেলাধুলার মাধ্যমে দিনটি উদযাপিত হয়।
প্রধান অতিথি শিক্ষার্থীদের তৈরি হস্তশিল্প ও চিত্রকর্ম পরিদর্শন শেষে তাদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে কেন্দ্রীয় প্রয়াসের সহকারী পৃষ্ঠপোষক, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তারা, প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকারা, অভিভাবকমণ্ডলী, বিশিষ্ট ও গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, একটি আদর্শ বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকে প্রয়াস জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক সুনাম অর্জন করেছে। এ পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে প্রয়াসের কৃতী শিক্ষার্থীরা সর্বমোট ৪৯টি স্বর্ণ, ১৯টি রৌপ্য এবং ১১টি ব্রোঞ্জপদক অর্জন করছে, যা দেশের জন্য অনন্য অর্জন। বর্তমানে প্রয়াসের অনেক শিক্ষার্থী বৃত্তিমূলক প্রশিক্ষণ শেষে বিভিন্ন কর্মমুখী পেশায় নিয়োজিত রয়েছে।