শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ঠাকুরগাঁওয়ের আকাশে দেখা মিললো ‘স্টারলিংক স্যাটেলাইট’

আপডেট : ২১ জুলাই ২০২৩, ১৫:১০

হঠাৎ ঠাকুরগাঁওয়ের আকাশে দেখা গেছে ‘স্টারলিংক স্যাটেলাইট’। সম্প্রতি এই  অদ্ভুত দৃশ্যের সাক্ষী হলো সদর উপজেলার আউলিয়াপুর ভাতগাঁওসহ আশপাশ এলাকার মানুষ। ওই দিন রাত ৮টা ২০ মিনিটে পশ্চিম-উত্তর গোলার্ধ থেকে পূর্ব-দক্ষিণ গোলার্ধের আকাশে উঠে যাচ্ছিল সেই আলোর বিন্দু বিন্দু মিছিল। ১০-১২ মিনিট পরেই মেঘে ঢাকা আকাশে মিলিয়ে যায় সেটি।

আলোর বিচ্ছুরিত বিন্দুগুলোর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছে অনেকেই।

এমন দৃশ্য দেখে রাকিব ইসলাম নামে একজন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ফোঁটা ফোঁটা চলন্ত আলোর বিন্দু দেখে যেমন মুগ্ধ হয়েছি, তেমনি ভয় পেয়েছি। আদতে জিনিসটা কী! খারাপ কিছু না তো?

আরেক নেটিজেন রবিউল ইসলাম লিখেছেন, রাতের আকাশে অদ্ভুদ আলোর দেখা মিলল। যেন অনেক যুদ্ধবিমান একসঙ্গে কোথাও যাচ্ছে।

এবিষয়ে ঠাকুরগাঁও সরকারি কলেজের পদার্থবিদ্যার শিক্ষক রবিউল করিম বলেন, পৃথিবী নিজের কক্ষপথে চলতে চলতে এভাবে গ্রহ বা নক্ষত্রের অবস্থান বদলায়। এটা তেমনই একটি ঘটনা হতে পারে।

এ প্রসঙ্গে ঠাকুরগাঁওয়ের স্থানীয় আইটি বিশেষজ্ঞ আয়ুব আলী বলেন, এটি মূলত ইলন মাস্কের ‘স্টারলিংক প্রজেক্টের স্যাটেলাইট ট্রেন’। আকাশ পরিষ্কার থাকায় রাতে ৬০টি স্যাটেলাইটের দীর্ঘ সারি দেখা গেছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

জেলার প্রায় সব এলাকা থেকেই এ দৃশ্য দেখা গেছে বলেও তিনি জানান।

ইত্তেফাক/আরএজে