আব্দুল্লাহ শুভ্রর দু-একটি কবিতা আমি দৈনিক পত্রিকায় পড়েছি। তাকে আমি কবিই মনে করতাম। কিন্তু তার ‘তৎপুরুষ’ উপন্যাস পড়ে মনে হলো সে কথাসাহিত্যেও দক্ষ। গল্পের জমাট বুননটা তার ভালোই জানা আছে। এটা অনেকটা প্রাকৃতিক। প্রকৃতির মতোই ভারসাম্যপূর্ণ বিচরণ হতে হয় চরিত্রগুলোর। আব্দুল্লাহ শুভ্রর এ দক্ষতা আমাকে আশান্বিত করেছে। আমি উপন্যাসে সহজে বিচরণ করতে পেরেছি।
ছোট ছোট সহজ বাক্যে তৈরি উপমাগুলোও সাবলীল। বলা যায় এক বসাতেই পড়ে ফেলেছি উপন্যাসটি। গ্রামীণ পটভূমিতে রচিত ‘তত্পুরুষ’ উপন্যাসটি আকারে ছোট হলেও এর ক্যানভাস বড়। গ্রামবাংলার সাধারণ মানুষের ছবি যেমন শুভ্র এঁকেছে, ঠিক একইভাবে জটিল কুটিল মানসিকতাও ফুটিয়ে তুলেছে।
আমরা যারা আধুনিক জীবনে ছোঁয়া পেয়েছি, তাদের সংখ্যা এখনো এ দেশ অনেক কম। মনে রাখতে হবে, গ্রামই এ দেশের প্রাণ। ফসল উত্পাদন থেকে শুরু করে বিস্তীর্ণ সবুজ-শ্যামল ছায়া দিয়ে গ্রামই বাংলাদেশকে আগলিয়ে রেখেছে। যেখানে তরুণরা গ্রামকে উপজীব্য করে গল্প-উপন্যাস আগের তুলনায় কম লিখছেন সেখানে শুভ্রর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাতেই হয়। এ উপন্যাসের চরিত্রগুলোর সঙ্গে জড়িয়ে আছে গ্রামীণ জীবনের কুসংস্কার, অপরিণামদর্শী ভালোবাসা, প্রতারণা, দ্বিধা, হিংসা, অপেক্ষা আর হাসি-কান্না। এ বিষয়গুলোর দার্শনিক কিছু দিক উপন্যাসের চরিত্রের মাধ্যমে লেখক তুলে ধরেছে। উপন্যাসের কাহিনি গ্রামের হলেও অনেকক্ষেত্রে বিষয়গুলো দুটো কারণে চিরন্তনও বটে। এক. আমরা প্রায় সবাই গ্রাম থেকে আসা।
এজন্য আমাদের জিনের মধ্যে যেমন রয়েছে গ্রামের প্রকৃতি, তেমনি রয়েছে গ্রাম্য কুসংস্কারও। আমরা যেখানেই যাই না কেন—এ বিষয়গুলো বহন করা হয়ে যায়। দুই. আমাদের সাহিত্য সংস্কৃতি বা জীবনপ্রণালি সেই গ্রামের মিথকে কেন্দ্র করেই বেশি বিকশিত হয়েছে। এজন্যই গ্রাম এবং গ্রামীণ বিষয়-আশয়ের সঙ্গে আমাদের সংযোগ অস্বীকারের সুযোগ নেই। এ শহুরেজীবনে থেকেই আবদুল্লাহ শুভ্র তা যথার্থভাবে উপলব্ধি করেছে। আমি তার সাহিত্যজীবনের সক্রিয় পদচারণা প্রত্যাশা করছি।
পুরুষ
আব্দুল্লাহ শুভ্র
প্রকাশক : কবি প্রকাশনী
প্রকাশকাল : অমর একুশে
গ্রন্থমেলা ২০২৩
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য: ৩৭৫ টাকা