ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেহে জরুরি সার্জারির মাধ্যমে পেসমেকার সংযোজন করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। আজ রোববার ইসরায়েলের শেবা মেডিকেল সেন্টার হাসপাতাল এ তথ্য জানিয়েছে। খবর এএফপি।
হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, ‘আপাতত তিনি হৃদরোগ বিভাগে চিকিৎসকদের নজরদারিতে থাকবেন।’
এর আগে আল জাজিরা জানায়, নেতানিয়াহুকে শনিবার জরুরি ভিত্তিতে এই সার্জারির জন্য তেল হাশোমিরে অবস্থিত শেবা হাসপাতালে ভর্তি করা হয়। রাতভর সার্জারি চলে।
ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, তিনি ভালো বোধ করছেন এবং হাসপাতাল থেকে ছাড়া পেলে নিয়মিত কাজে ফিরবেন।
ভিডিও বার্তায় তিনি আরও বলেন, গত সপ্তাহে হাসপাতাল থেকে তার দেহে একটি নিরীক্ষক যন্ত্র (মনিটর) সংযুক্ত করা হয়। শনিবার রাতে এই মনিটর থেকে সতর্কতাসূচক শব্দ হওয়ার পর তিনি পেসমেকারের প্রয়োজনীয়তা অনুধাবন করেন।
নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তাকে অজ্ঞান করে সার্জারি করা হবে বিধায় তার প্রধান সহকারী ও বিচার সংক্রান্ত মন্ত্রী ইয়ারিভ লেভিন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
এক সপ্তাহ আগেও নেতানিয়াহু পানিশূন্যতায় ভুগে একই হাসপাতালে ভর্তি হয়েছিল। এরপর ১৫ জুলাই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন নেতানিয়াহু।