বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

‘প্রিয়তমা’র পর হিমেল বানাচ্ছেন ‘রাজকুমার’

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৩:৩৪

নাট্যনির্মাতা হিমেল আশরাফ তার প্রথম সিনেমা ‘প্রিয়তমা’র মাধ্যমে একজন সফল চলচ্চিত্র পরিচালক হিসেবে ইতিমধ্যেই আসন তৈরি করে ফেলেছেন। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত তার প্রথম সিনেমা ‘প্রিয়তমা’ সিনেমা এখনো দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে সগৌরবে চলছে। ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যের জোয়ারের মাঝেই হিমেল আশরাফ তার নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন।

সোমবার (২৪ জুলাই) হিমেল তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে সুখবরটি ভক্তদের জানিয়েছেন। পোস্টে হিমেল জানিয়েছেন তার নতুন সিনেমার নাম হচ্ছে ‘রাজকুমার’। এছাড়া জানা গেছে নির্মাণের পাশাপাশি এর কাহিনি ও চিত্রনাট্য এবং সংলাপ তিনি নিজেই লিখছেন।

হিমেল আশরাফের প্রথম সিনেমায় ‘প্রিয়তমা’য় অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও কলকাতার দর্শকপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। 

ইত্তেফাক/পিএস

এ সম্পর্কিত আরও পড়ুন