বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ইসরায়েলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৪:২৩

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ তথ্য জানিয়েছে। খবর বার্তাসংস্থা এএফপির।

স্বাস্থ্য  মন্ত্রণালয় জানায়, ‘ইসরায়েলিদের ছোঁড়া বুলেটে নাবলুসে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।’

মন্ত্রণালয় আরও জানায়, নিহত ৩ ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনীর মতে, পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহর নাবলুসের এক মহল্লায় ৩ ‘সশস্ত্র জঙ্গি’ তাদের সেনাদের ওপর গাড়ি থেকে গুলি ছুঁড়ে। এরপর সেনারা তাদেরকে ‘নিষ্ক্রিয়’ করতে পাল্টা গুলি ছুঁড়ে। 

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে ৩টি এম-১৬ রাইফেল, একটি বন্দুক, কার্তুজ ও অন্যান্য সামরিক উপকরণ উদ্ধার করেছে।

গত বছরের শুরু থেকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বেড়েছে। এ বছর সংঘাতে অন্তত ২০১ ফিলিস্তিনি ও ২৭ ইসরায়েলি নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে অসংখ্য বেসামরিক ব্যক্তি রয়েছেন।

ইত্তেফাক/এফএস