শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১৬:৩৩

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৃহস্পতিবার (২৭ জুলাই) বঙ্গবন্ধুর সমাধি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান।

বঙ্গবন্ধুর রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেছেন নবনিযুক্ত নৌপ্রধানসহ অতিথিরা। সৌজন্য ছবি

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসহপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এডমিরাল এম নাজমুল হাসান। এরপর বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের (বিএনএফডব্লিউএ) প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন। এ সময়  বাঙালি জাতির এ মহানায়কের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন উপস্থিত সকল। পরে নৌবাহিনী প্রধান পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

সৌজন্য ছবি

এ সময় খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, বিএনএফডব্লিউএ’র খুলনা শাখার চেয়ারম্যান এবং উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ইত্তেফাক/আরএজে