শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পীরগঞ্জে দুই দিনব্যাপী সাহিত্য মেলা শুরু

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১৮:০১

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতা ও জাতীয় গ্রন্থ কেন্দ্রে সহযোগিতায় পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ২ দিন ব্যাপী সাহিত্য মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আতাউর রহমান।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি নূরুননবী চঞ্চলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংঙ্গীত বিভাগের অধ্যাপক ইসরাফিল শাহিন, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মতিন উপজেলা চেয়ারম্যান মো.আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধ মো. একরামুল হক, পীরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফুল্লাহ প্রমুখ।

ইত্তেফাক/আরএজে