শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শ্যামলীতে পুলিশের গাড়ি ভাঙচুর ও যাত্রীবাহী বাসে আগুন

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৫:৩৬

রাজধানীর শ্যামলীতে পুলিশের গাড়ি ভাঙচু ও যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে শ্যামলী শিশু পার্কের সামনে এ ঘটনা ঘটে। অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়াত জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হঠাৎ একদল লোক মিছিল নিয়ে এসে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই ঘটে যায় এ ঘটনা। এ সময় পুলিশের গাড়িসহ আরও ৫-৬টি গাড়ি ভাঙচুর করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়াত জামান গণমাধ্যমকে বলেন, প্রায় ৩০০ বিএনপি নেতা-কর্মী মিছিল নিয়ে এসে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও আগুন দেয়। 

ইত্তেফাক/এবি