নতুন এক জরিপের বরাতে ভুটান দাবি করছে, দেশটিতে ২০১৫ সালের সর্বশেষ হিসাবের চেয়ে বাঘের সংখ্যা ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভুটানে এখন মোট বাঘের সংখ্যা ১৩১।
ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডসহ কয়েকটি স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় ভুটান সরকার প্রায় ৩২ হাজার ৮০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এ জরিপ চালিয়েছে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনসহ নানান প্রতিবন্ধকতার মধ্যে যখন জীববৈচিত্র হুমকির মুখে তখন ভুটানে বাঘ বৃদ্ধির খবরে বেশ আশাবাদী বিশেষজ্ঞরা।
এ প্রসঙ্গে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের কান্ট্রি ডিরেক্টর শিমি রিনজিন বিবিসিকে বলেছেন, অবশ্যই এ অর্জন গুরুত্বপূর্ণ এবং ভুটানে যে বাঘের জন্য স্বাস্থ্যকর বাস্তুসংস্থান রয়েছে তার প্রমাণ।
ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের এক হিসাবে দেখা গেছে, এক শতাব্দীতে বিশ্বে বাঘের সংখ্যা প্রায় ৯৫ শতাংশ কমে গেছে। যদিও, ভারত এবং নেপালের মতো দেশগুলোতে বাঘের সংখ্যা বেড়েছে। সর্বশেষ চার বছরে ভারতে ২০০ বাঘ বেড়েছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।