দিনাজপুরের বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (সাঁওতাল) পরিবারের জমজ তিন ভাই ও বোন এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে এলাকায় চমক সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানায়, উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের জোহানেস মূর্মূ বাবলু ও সোহাগিনি হাঁসদার সংসারে একসঙ্গে এক ছেলে ও দুই মেয়ে সন্তানের জন্ম হয়। ছেলে লাসার সৌরভ মূর্মূ ও মেয়ে মারতা জেনিভিয়া মূর্মূ এবং মেরি মৌমিতা মূর্মূ দারিদ্রতার সংসারে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করছিল। এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তারা তিনজন জিপিএ-৫ পেয়ে উর্ত্তীন হয়।
ভালো ফলাফরের অধিকারী তিন ভাই-বোনের মধ্যে ভাই সৌরভ প্রকৌশলী ও দুই বোন চিকিৎসক হতে চায় বলে জানিয়েছে তারা।
এদিকে, তাদের ফলাফলে উচ্ছাস্বিত বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওই পরিবারের সঙ্গে দেখা করে লেখাপড়া চালিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন।
এ বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন বলেন, জিপিএ-৫ পাওয়া জমজ তিন ভাই বোনের উচ্চ শিক্ষার জন্য কোনো প্রতিবন্ধকতা থাকলে প্রশাসনের পক্ষ থেকে তাদের সহায়তা করা হবে।