শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চবির বাজেট: সর্বোচ্চ বরাদ্দ বেতন-ভাতায়, গবেষণায় মাত্র ২.১১ শতাংশ 

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৯:২১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৪০৫ কোটি ৩৫ লাখ টাকার বাজেট অনুমোদিত হয়েছে। রবিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ৩৫তম সিনেট অধিবেশনে এ বাজেট পাশ হয়৷ উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে সিনেটে বাজেট ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমেদ। 

বরাবরের মতো এবারের বাজেটেও সর্বোচ্চ বরাদ্দ বেতন-ভাতা ও পেনশন খাতে। মোট ৩১৩ কোটি ৬১ লাখ টাকা যাবে এ খাতে। যা মোট বাজেটের ৭৭ দশমিক ৩৭ শতাংশ। এবারের বাজেটে গবেষণায় বরাদ্দের পরিমাণ বেড়েছে সামান্য। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৮ কোটি ৫৫ লাখ টাকা। যা মোট বাজেটের মাত্র ২ দশমিক ১১ শতাংশ। 

২০২৩-২৪ অর্থবছরে মোট বাজেটের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তি ৩৯৮কোটি ৪৩ লাখ টাকা। ঘাটতি বাজেট রয়েছে ৬ কোটি ৯২ লাখ টাকা। একইসঙ্গে গত অর্থবছরের সংশোধিত বাজেট ৩৯৬ কোটি ৫ লাখ টাকা সিনেট সভায় অনুমোদন করা হয়।

সভায় চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, শিক্ষা-গবেষণা খাতকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা, প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে বর্তমান প্রশাসন সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করছে। এ ধারা অব্যাহত রাখতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের সহযোগিতা চান।

ইত্তেফাক/এআই