বিভিন্ন বিসিএসের ফল ও অগ্রগতি নিয়ে বৃহস্পতিবার বিশেষ সভা ডেকেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই সভায় ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল এবং ৪০তম বিসিএসের নন-ক্যাডারসহ নানা দিক অগ্রাধিকার পাবে বলে পিএসসির একাধিক সূত্র জানিয়েছে।
পিএসসি সূত্র জানায়, ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ৪০তম বিসিএসের নন ক্যাডারে নিয়োগের সুপারিশের বিষয়ে আলোচনা, ৪৩তম বিসিএসের তৃতীয় পরীক্ষকের খাতা দেখার অগ্রগতি ও ৪৪তম বিসিএসের অগ্রগতি নিয়ে আলোচনার উদ্দেশে কমিশনের বিশেষ এই সভা ডাকা হয়েছে।
এই বিশেষ সভাতেই ৪১তম বিসিএসের ফল প্রকাশ করার বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে সূত্র জানিয়েছে।
গত ২৬ জুন শেষ হওয়া ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলের অপেক্ষায় আছেন পরীক্ষার্থীরা। ২০২১ সালের আগস্টের শুরুতে মূলত ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। ফল অনুযায়ী উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ৫৬ জন। তারা লিখিত পরীক্ষায় অংশ নেন।
অপরদিকে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় গত বছরের ১০ নভেম্বর। এতে ১৩ হাজার জন উত্তীর্ণ হন। ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর মধ্যে ৪১তম বিসিএসের ফল প্রকাশের আগে ৪০তম বিসিএসের নন-ক্যাডারের নিয়োগের সুপারিশ করার জন্য প্রস্তুত ছিল পিএসসি। কিন্তু ৪০তম বিসিএসের নন-ক্যাডারে ১৫৬ জন প্রকৌশলীর নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়, যা এখনো কাটেনি।
২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন ৪ লাখের বেশি প্রার্থী। ৪১তম বিসিএসে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন ক্যাডার নিয়োগ দেওয়ার কথা বলা হলেও এখন তা বেড়ে দাঁড়াবে ২ হাজার ৫০৫ জন। ৪১তম বিসিএসে এখন পর্যন্ত ৩৭০টি পদ বাড়ছে বলে জানা গেছে।