সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মৌসুম শুরু আগেই বড় দুঃসংবাদ পেল আর্সেনাল

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৬:২০

হাঁটুতে ছোট একটি অস্ত্রোপচারের কারণে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুতে আর্সেনালের হয়ে মাঠে নামতে পারছেন না ব্রাজিলিয়ান স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস। গানার্স বস মিকেল আর্তেতা বিষয়টি নিশ্চিত করেছেন। 

গাব্রিয়েল জেসুস।

বুধবার (২ আগস্ট) প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে মোনাকোর বিপক্ষে জয়ের পর আর্তেতা বলেন, ‘দুর্ভাগ্যবশত আজ সকালে জেসুসকে হাসপাতালে কাটাতে হয়েছে। ডান হাঁটুতে কিছুটা অস্বস্তি দেখা দেওয়ায় তিনি চিকিৎসকের কাছে গেলে অস্ত্রোপচারের কথা বলা হয়। বিষয়টি গুরুতর না হলেও আমার মনে হচ্ছে কয়েক সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে। এটা আমাদের জন্য অনেক বড় একটি দুঃসংবাদ। কারণ এই মুহূর্তে সে সেরা অবস্থানে রয়েছে। বিশেষ করে বার্সেলোনার বিরুদ্ধে ৫-৩ গোলের জয়ে প্রীতি ম্যাচটিতে জেসুস যেভাবে খেলেছে তাতে নতুন মৌসুমে তার কাছ থেকে শতভাগ আশা করাই যায়। ভাল কন্ডিশনে থেকে আমাদের তাকে হারাতে হলো।’

মিকেল আর্তেতা।

ম্যানচেস্টার সিটি থেকে গত মৌসুমে আর্সেনালে পাড়ি জমানোর পর নিজেকে দারুণভাবে মেলে ধরে ছিলেন ব্রাজিলিয়ান এই তারকা। তকে বিশ্বকাপে হাঁটুর ইনজুরিতে পড়ে গত মৌসুমে তিন মাস তাকে মাঠের বাইরে কাটাতে হয়েছে। রোববার ওয়েম্বলিতে কমিউনিটি শিল্ডে আর্সেনাল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে। এরপর ১২ আগস্ট ঘরের মাঠে নটিংহ্যাম ফরেস্টকে আতিথ্য দেওয়ার মাধ্যমে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করবে আর্সেনাল। 

ইত্তেফাক/জেডএইচ