রোববার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এবার একক অ্যালবাম নিয়ে আসছেন বিটিএস তারকা ভি

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১১:২৯

আরএম, জিমিন, জাংকুকের পর এবার একক অ্যালবাম নিয়ে আসছেন বিটিএস তারকা ভি। মঙ্গলবার ভি’র এজেন্সি বিগহিট মিউজিকের বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে কোরিয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান আডরের ব্যানারে ভি’র প্রথম একক অ্যালবামের কাজ চলছে।

ছবি: ফেসবুক

প্রথম একক অ্যালবাম প্রকাশের আগে চাপে ভুগলেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভি। বিটিএস এ তারকা বলেন, বিশাল চাপে থাকলেও আমি ভীষণ খুশি। অ্যালবামে আমার গানের নিজস্ব ছাপ থাকবে। বিটিএসের ভি’র তুলনায় একক অ্যালবামের ভিকে আলাদা করতে পারবেন শ্রোতারা। আশা করছি, অ্যালবামটি নিয়ে বিটিএস আর্মিরা খুশি হবেন।

ছবি: ফেসবুক

একক ক্যারিয়ারে মনোযোগ দিতে গত বছর জুনে বিটিএস থেকে সাময়িক বিরতি নেন ভি, আরএমরা। সাত সদস্যদের ব্যান্ডটির ছয় সদস্য ইতোমধ্যে একক গান ও অ্যালবাম প্রকাশ করেছেন, শেষ সদস্য হিসেবে অ্যালবামের ঘোষণা দিলেন ভি।

কে-পপ ব্যান্ড বিটিএসের সাত সদস্য। ছবি: ফেসবুক

তবে অ্যালবামের নাম, প্রকাশের দিনক্ষণ এখনো জানানো হয়নি, পরবর্তী সময় বিস্তারিত জানাবে বিগহিট মিউজিক।

ইত্তেফাক/আরএজে

এ সম্পর্কিত আরও পড়ুন