মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

অর্থকষ্টে ভুগছেন সামান্থা!

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৮:১৬

কয়েক বছর ধরেই নানা ঝক্কি-ঝামেলার ভেতর দিয়ে ব্যক্তিজীবন পার করছেন অভিনেত্রী সামান্থা। বিচ্ছেদ থেকে শুরু শারীরিক অসুস্থতা, সবই যেন তাকে আপন করে নিয়েছে। বছর খানেক আগে একাধিক দেশে নিজের চিকিত্সাও করিয়েছেন তিনি। কিছুটা সুস্থ হওয়ার পর আবারও নিয়মিত কাজ শুরু করেন তেলুগু, তামিল, হিন্দি—তিনটি ইন্ডাস্ট্রিতেই। তবে এমন সাফল্যের মাঝেই ভক্তদের মন খারাপ করা করা খবর দিয়েছেন ক’দিন আগে। শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়া অভিনয়কে আপাতত ছুটি দিয়েছেন তিনি। 

আগামী ১ বছর নিজের স্বাস্থ্যের দিকেই মন দিতে চান সামান্থা। সম্পূর্ণ সুস্থ হয়ে তবেই ফিরতে চান পর্দায়। তবে সেখানেও এবার বেঁধেছে নতুন বিপত্তি। এরইমধ্যে নিজের চিকিত্সায় অনেক টাকা ব্যয় করে ফেলেছেন তিনি। শুধু তাই নয়, আগামী ১ বছর তার চিকিত্সার জন্য আরও কয়েক কোটি টাকা প্রয়োজন বলে ভারতীয় একাধিক গণমাধ্যমকে জানিয়েছে তার ঘনিষ্ঠজনরা। আর সেই টাকা জোগাড় করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন এই অভিনেত্রী। ফলে নিজের বন্ধুর কাছে টাকা ধার করতে হচ্ছে তাকে। 

ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষা চলছে তেলুগু বিনোদন জগতের এক পুরুষ তারকার কাছ থেকে নাকি প্রায় ২৫ কোটি টাকার ঋণ নিয়েছেন সামান্থা। তবে কে সেই পুরুষ বন্ধু তা জানা না গেলেও গণমাধ্যমগুলো দাবি করেছে সামান্থার আসন্ন সিনেমা ‘খুশি’র নায়ক বিজয় দেবেরাকোন্ডাই নাকি বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছেন। পর্দায় দুই তারকার বন্ধুত্বের চেয়ে নাকি বাস্তবের সম্পর্ক আরও বেশি গভীর। আর সে কারণেই প্রিয় মানুষের পাশে থাকছেন বিজয়।

 

ইত্তেফাক/জেডএইচ