শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৮:৪৬

অধিকৃত পশ্চিম তীরে ফের হতাহতের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে তুলকারেমের নুর শামস শরণার্থী শিবিরে হামলা চালানোর সময়  ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে বলে স্থানীয় মিডিয়া এবং ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

ইসরায়েলি সেনাদের দৈনিক ভোরের অভিযানের সময় ওই কিশোর নিহত হয় বলে জানিয়েছে আল-জাজিরা।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত কিশোরের নাম মাহমুদ আবু সায়ান (১৮)। সেনারা তার মাথায় গুলি করে হত্যা করেছে।

ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেছেন একজন ইসরায়েলি সেনা একটি সামরিক যান থেকে নেমে আবু সায়ানকে মাটিতে শুয়ে থাকা অবস্থায় মাথায় গুলি করে।

আবু সায়ান সপ্তাহ আগে হাই স্কুল থেকে স্নাতক হয়েছিলেন। গুলি লাগার পর তাকে তুলকারেমের থাবেত থাবেত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

ফিলিস্তিনি বাসিন্দাদের ও ইসরায়েলি বাহিনীর মধ্যে অভিযানের সময় ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হয়, যেখানে শিবিরের বেশ কয়েকটি ফিলিস্তিনি বাড়ির ছাদে স্নাইপাররা অবস্থান করেছিল।

অভিযানটির ফলে ক্যাম্পের বাসিন্দাদের সঙ্গে সেনাদের লড়াই বাধে। ফিলিস্তিনি সশস্ত্র ইসলামিক জিহাদ গোষ্ঠী জানিয়েছে, ইসরায়েলি বাহিনী টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড ও জীবন্ত গোলাবারুদ ছুড়তে থাতে এবং ফিলিস্তিনিরা পাথর নিক্ষেপ করে প্রতিক্রিয়া জানায়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র ফিলিস্তিনিরা ঘরে তৈরি বিস্ফোরক যন্ত্র দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীকে লক্ষ্যবস্তু করে এবং শুক্রবারের অভিযানের সময় তিনজন ওয়ান্টেড বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, সেনারা সন্দেহভাজনদের ওপর গুলি করেছে যারা উত্তর পশ্চিম তীরের শহর তুলকার্মের আশেপাশে কর্মরত সেনাদের লক্ষ্য করে বিস্ফোরক ও পাথর নিক্ষেপ করেছিল। একজন ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়েছে তবে তার বাহিনীর কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল এবং গাজা উপত্যকায় চলতি বছর ২০০টির বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার অধিকাংশই অধিকৃত পশ্চিম তীরে। অপরদিকে ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনি হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে।

ইত্তেফাক/এসএটি/এফএস