শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ২১:১০

সেপ্টেম্বরে আফগানিস্তানের সঙ্গে দুইটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে আফগানদের মোকাবিলা করবে জামাল ভূঁইয়ারা। ম্যাচ দুইটির তারিখ চূড়ান্ত হয়েছে। তবে এখনো চূড়ান্ত হয়নি ভেন্যু। এমনটি জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।

সোমবার (৭ আগস্ট) এক ভিডিও বার্তায় বাফুফের সহ-সভাপতি বলেন, 'আগামী সেপ্টেম্বরে ফিফা প্রীতি ম্যাচের উইন্ডোতে আমরা আফগানিস্তানের সঙ্গে দুটি ম্যাচ খেলব। ম্যাচ দুটি ৪ ও ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আমরা শিগগিরই ভেন্যু সম্পর্কে জানাতে পারব। আগামী অক্টোবরে বিশ্বকাপ ও এএফসি বাছাইপর্ব আছে, তারই প্রস্তুতি হিসেবে আফগানিস্তানের সঙ্গে এই ফিফা প্রীতি ম্যাচ দুটি খেলছি আমরা।'

ম্যাচ দুইটির জন্য প্রাথমিকভাবে তিনটি ভেন্যু পরিকল্পনায় রয়েছে বাফুফের। সিলেটের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামে ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা করছে তারা। প্রীতি ম্যাচকে সামনে রেখে ২০ আগস্ট থেকে ক্যাম্প শুরু করতে পারে বাংলাদেশ। আর ম্যাচ খেলতে আগামী ২৮ আগস্ট বাংলাদেশে আসবে আফগানিস্তান ফুটবল দল।

ইত্তেফাক/জেডএইচ