রাজশাহীর বাঘার হাবাসপুর পাকারপাড়া গ্রামে সোমবার (৭ আগস্ট) দিবাগত রাতে এক বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এঘটনায় অভিযুক্ত ছেলে শুকুর আলী (৩৫) পলাতক রয়েছেন।
নিহত রুস্তম আলী (৭০) একই এলাকার বাসিন্দা।
স্থানীয় মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের বরাতে বাঘা থানার ওসি খাইরুল ইসলাম জানান, অভিযুক্ত শুকুর আলী একজন বদমেজাজি মানুষ। তিনি ছোট-খাট বিষয় নিয়ে রেগে যান এবং মাঝে মধ্যে মানুষকে মারধর করে। সম্প্রতি তিনি একটি তুচ্ছ বিষয় নিয়ে প্রতিবেশী এক নারীকেও মারধর করে। সর্বশেষ সোমবার দিবাগত রাত ১১টার দিকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ক্ষিপ্ত হয়ে তার বাবাকে প্রথমে লাঠি দিয়ে আঘাত করে। পর হাসুয়া দিয়ে কুপিয়ে পালিয়ে যায় শুকুর আলী। এতে ঘটনাস্থলে রুস্তম আলী নিহত হন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাটায়। হত্যাকারী ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।