অতীত রেকর্ড ভেঙে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ৪১তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পাঁচজন ক্যাডার এবং ৩০ জন শিক্ষার্থী নন-ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
সংশ্লিষ্টরা জানান,নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পররাষ্ট্র ও প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকি বিভাগের দুই শিক্ষার্থী ইমরান আহমেদ শাকির ও রেক্সোনা কাউসারি। এছাড়াও শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী দোলন তরফদার এবং হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের মির্জা পলাশ ও আবির দে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে ৩০ জন নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকেই সুপারিশপ্রাপ্ত হয়েছেন ১২ জন।
বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের শিক্ষার্থী আদনান মারুফ বলেন, সিনিয়রদের এ সাফল্য আমাদের ভবিষ্যতের অনুপ্রেরণা যোগাবে। তাদের এই সাফল্যের গল্প আমাদের অতীতের পরিকল্পনা করতে সাহায্য করবে।
অনুভূতি প্রকামে বিসিএসে সুপারিশপ্রাপ্তরা বলেন, আমাদের সাফল্যের পেছনে আমাদের পরিবার ও শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য।
এছাড়া তরুণদের উদ্দেশ্য তারা বলেন, যদি জীবনে সফল হতে চাও তাহলে সময়ের কাজ সময়ে করো এবং এখন থেকেই পড়াশোনা শুরু করো।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন,নজরুল বিশ্ববিদ্যালয়ের এমন সাফল্যে আমি অনেক আনন্দিত। নজরুল বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট, যারা বিসিএস পরীক্ষায় ক্যাডার ও নন-ক্যাডারে সুপারিপ্রাপ্ত হয়েছে, তাদের আন্তরিক অভিনন্দন জানাই। শিক্ষার্থীদের এমন সাফল্য অব্যাহত থাকুক।
বৃহস্পতিবার (৩ আগস্ট) প্রকাশিত ফলাফলে ৪১তম বিসিএসে ২৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি।