শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বা ই শে  শ্রা ব ণা ঞ্জ লি

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষ লেখা’র ১৩ নম্বর কবিতা

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৫:৫০

প্রথম দিনের সূর্য
প্রশ্ন করেছিল
সত্তার নূতন আবির্ভাবে—
কে তুমি,
মেলে নি উত্তর।

বত্সর বত্সর চলে গেল,
দিবসের শেষ সূর্য
শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিমসাগরতীরে,
নিস্তব্ধ সন্ধ্যায়—
কে তুমি,
পেল না উত্তর।

ইত্তেফাক/এসজেড

এ সম্পর্কিত আরও পড়ুন