প্রথম দিনের সূর্যপ্রশ্ন করেছিলসত্তার নূতন আবির্ভাবে—কে তুমি,মেলে নি উত্তর। বত্সর বত্সর চলে গেল,দিবসের শেষ সূর্যশেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিমসাগরতীরে,নিস্তব্ধ সন্ধ্যায়—কে তুমি,পেল না উত্তর।