বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এক ঘুষিতে মৃত্যু

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১৪:৫৯

জামালপুরে ডিস বিলের বকেয়া টাকা আদায়ের জের ধরে সোমবার (১৪ আগস্ট) কিল ঘুষিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পৌরশহরের রামনগর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত  হাফিজুর রহমান (৩২) একই এলাকার মো.শাহজাহান মিয়ার ছেলে ও পেশায় মাইক্রোবাস চালক।

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, ওই দিন সকালে ডিস কর্মচারী মো.সৌরভ মিয়া গ্রাহক হাফিজুর রহমানের কাছে বকেয়া বিলের টাকা আনতে যায়। এ সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ডিস কর্মচারী সৌরভ মিয়া গ্রাহক হাফিজুরের মাথায় ঘুষি মারে। এতে করে হাফিজুর মাটিতে লুটিয়ে পরলে কর্মচারী সৌরভ পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত হাফিজুরকে উদ্ধার করে জামালপুর ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জামালপুরে সদর থানায় একটি মামলা হয়েছে। এছাড়া আসামিকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। 

ইত্তেফাক/আরএজে