সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

১ হাজার ৬০০ কোটি টাকায় লিভারপুলকে হারালো চেলসি

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১৮:২৪

লিভারপুল খুব করে চেয়েছিল মইজেস কাইসেদোকে। ইকুয়েডরিয়ান মিডফিল্ডারকে পেতে ১১১ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব করেছিল তারা। এত দাম দিয়েও সফল হয়নি অলরেডস। কাইসেদোকে পাওয়ার দৌড়ে লিভারপুলকে হারিয়ে দিয়েছে চেলসি। ব্রিটিশ রেকর্ড ১১৫ মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৬০০ কোটি টাকায় তাকে কিনে নিয়েছে ব্লুরা।

এক বিবৃতিতে চেলসি জানিয়েছে, ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে আট বছরের চুক্তিতে স্টামফোর্ড ব্রিজে যোগ দিয়েছেন কাইসেদো।

অথচ এই মিডফিল্ডারকে দলে নিয়েই ফেলেছিল লিভারপুল। ব্রাইটনের সঙ্গে ১১১ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে সমঝোতাতেও পৌঁছেছিল অলরেডরা। কিন্তু কাইসেদোর চাওয়া ছিল ভিন্ন। তিনি শুধুমাত্র চেলসিতেই যেতে চেয়েছেন। সে কারণেই স্টামফোর্ড ব্রিজে যোগ দিয়ে এই লাতিন মিডফিল্ডার বলেছেন, ‘যখন আমাকে চেলসি থেকে ডাকা হয়, আমি দ্বিতীয়বার ভাবিনি। শুধু জানতাম আমি এই ক্লাবে যোগ দেবো।’

চেলসিতে যোগ দেওয়াটা কাইসেদোর কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো, ‘এখানে আসতে পেরে আমার স্বপ্ন সত্যি হয়েছে। এই দলটির সঙ্গে শুরু করার অপেক্ষায় থাকতে পারছি না।’

কাইসেদোর বয়স মাত্র ২১। অপরা সম্ভাবনাময় এই মিডফিল্ডার গত দুই বছরেই দেখিয়ে দিয়েছেন তার সামর্থ্য। সে কারণেই ২০২১ সালের ফেব্রুয়ারিতে মাত্র ৪ পাউন্ড দিয়ে ব্রাইটনে যোগ দেওয়ার দুই বছরের মধ্যে দাম হলো ১১৫ মিলিয়ন পাউন্ড। ১১১ মিলিয়ন পাউন্ড বেশি!

দলবদলে ব্রাইটনকে ১০০ মিলিয়ন পাউন্ড দিচ্ছে চেলসি। বাকি ১৫ মিলিয়ন পাউন্ড কাইসেদোর খেলা ও পারফরম্যান্সের ওপর নির্ভর করছে।

ইত্তেফাক/কেআর/