শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আল হিলালে নতুন ইতিহাস গড়তে চান নেইমার 

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৬:৩৯

অবশেষে সব গুঞ্জনকে সত্যি করে সৌদি আরবের ক্লাব আল হিলালে নাম লিখিয়েছেন নেইমার। বার্ষিক ১৫০ মিলিয়ন ইউরোর বেতনে পিএসজি ছেড়ে দুই বছরের চুক্তিতে সৌদি পেশাদার লিগে নাম লিখিয়েছেন এই ব্রাজিলিয়ান। নতুন এই ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বসিত নেইমার। জানিয়েছেন নিজের ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। 

সৌদি পেশাদার লিগের এক বিবৃততে নেইমার বলেন, 'আমি ইউরোপে অনেক কিছু অর্জন করেছি, বিশেষ কিছু মুহূর্ত উপভোগ করেছি। কিন্তু আমি সবসময়ই সারা বিশ্বের খেলোয়াড় হতে চেয়েছি এবং নতুন চ্যালেঞ্জ ও নতুন জায়গায় সুযোগের মাধ্যমে নিজেকে পরীক্ষা করতে চেয়েছি। আমি ফুটবলে নতুন একটি ইতিহাস লিখতে চাই। এই মুহূর্তে সৌদি পেশাদার লিগ দারুণভাবে খেলোয়াড়দের আকর্ষণ করছে।'

তিনি আরও বলেন, 'আল হিলাল অনেক বড় একটি ক্লাব, এখানকার সমর্থকরাও চমৎকার। এটা এশিয়ার সেরা ক্লাব। আর এটাই সঠিক সময় আমাকে সঠিক ক্লাব বেছে নিতে সহায়তা করেছে। আমি জিততে ও গোল করতে ভালবাসি। আর এটাই আমি সৌদি আরবের আল-হিলালেও করে যেতে চাই।'  

ইত্তেফাক/জেডএইচ